সেনা রিজিয়ন কাপের প্রথম দিনেই জয়ী নোয়াপতং

বান্দরবানের রোয়াংছড়িতে উৎসবমুখর পরিবেশে শুরু হলো বহুল কাঙ্ক্ষিত সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫। সোমবার (১১ আগস্ট) রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠটি পরিণত হয়েছিল ক্রীড়াপ্রেমীদের এক মিলনমেলায়। উদ্বোধনী দিনের শ্বাসরুদ্ধকর ম্যাচে শক্তিশালী আলেক্ষ্যং ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে নোয়াপতং ইউনিয়ন একাদশ।
'সম্প্রীতির মিছিলে' এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান জোনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। এর সার্বিক সহযোগিতায় রয়েছে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।
খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে উদ্বোধনী ম্যাচ। তবে খেলার এক পর্যায়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নোয়াপতং ইউনিয়ন একাদশ। শেষ পর্যন্ত এই এক গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং জয়ের আনন্দে মাঠ ছাড়ে নোয়াপতংয়ের খেলোয়াড়েরা।
এর আগে, বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার। সাব-জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ, রোয়াংছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোট ছয়টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট পুরো উপজেলায় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশা করছেন আয়োজকরা।
What's Your Reaction?






