হত্যা মামলার আসামি যুবলীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 11, 2025 - 18:44
 0  3
হত্যা মামলার আসামি যুবলীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার

ঢাকা জেলার আশুলিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) পরিচালিত এই অভিযানে একটি আলোচিত বৈষম্যবিরোধী হত্যা মামলার চার আসামি সহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের (পিপিএম) সার্বিক নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের একাধিক চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিদের ঘিরে। পুলিশ জানিয়েছে, এই মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী নূর মোহাম্মদ (৩৪) ও বাহাদুর মৃধা (৪২), আওয়ামী লীগ সমর্থক আতাউর রহমান (৪৪) এবং যুবলীগ নেতা মোঃ ইউনুস আলী ইমন (৩৭)। তাদের গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই অভিযান শুধু হত্যা মামলার আসামিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পুলিশের জালে ধরা পড়েছে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, ডাকাত চক্র এবং চোর চক্রের সক্রিয় সদস্যরাও। আশুলিয়ার কান্দাইল, কোন্ডলবাগ, ধলপুর, পল্লীবিদ্যুৎ এবং জিরাবোসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow