রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর

সাভারের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা ‘রানা প্লাজা ধসের’ আজ ১২ বছর। ২০১৩ সালের এই দিনে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মজিদপুর এলাকায় ধসে পড়ে আট তলা রানা প্লাজা। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান অন্তত ১ হাজার ১৩৮ জন শ্রমিক। গুরুতর আহত হয়ে বহু মানুষ স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। বেঁচে যাওয়া বহু শ্রমিক আজও বয়ে বেড়াচ্ছেন সেই দিনের শারীরিক ও মানসিক ক্ষত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকেই ধসে পড়া রানা প্লাজার পরিত্যক্ত স্থানটি ঘিরে বিভিন্ন শ্রমিক সংগঠন, নিহতদের পরিবার ও আহত শ্রমিকরা জড়ো হতে থাকেন। তাঁরা অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিহতদের স্মরণে। অনেকে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়ান। ব্যানারে লেখা—‘রানা প্লাজার বিচার চাই’, ‘শ্রমিকের নিরাপত্তা চাই’, ‘ন্যায্য ক্ষতিপূরণ চাই’।
শ্রমিক নেতারা বলেন, “১২ বছর পার হলেও এখনও বিচার শেষ হয়নি। ভবন মালিক সোহেল রানাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায় শ্রমিক সমাজ।” তাঁরা আরও বলেন, “আহত ও বেঁচে যাওয়া শ্রমিকদের পূর্ণ চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
রানা প্লাজা ধসের এই দিনটি শুধু একটি ভয়াবহ ট্র্যাজেডির স্মরণ নয়, বরং এটি হয়ে উঠেছে শ্রমিক অধিকার আন্দোলনের প্রতীক।
What's Your Reaction?






