কুবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব ইমতিয়াজ-সাদিয়া

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Aug 1, 2025 - 11:34
 0  5
কুবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব ইমতিয়াজ-সাদিয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন ইমতিয়াজ আহমেদ এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিকা তাবাসসুম সাদিয়া। 

শুক্রবার (১ আগস্ট) এক প্রেসিডেন্টিয়াল বিবৃতিতে সংগঠনটির বিদায়ী সভাপতি হাসিন মাহতাব মাহিন এ কমিটি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, নতুন নেতৃত্ব কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন-কে আরও গতিশীল করবে এবং সংগঠনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দেবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে মডেল ইউনাইটেড নেশনস কার্যক্রমে নতুন উদ্ভাবন ও সৃজনশীলতা যুক্ত হবে।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সৈয়দা সাবরিনা আলম এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ফাদিয়া মোশাররাত আদ্রিতা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. জাহিদ হোসেন এবং যুগ্ম সম্পাদক হয়েছেন রোকিয়া সেলিম।

বিদায়ী সভাপতি বলেন, “নতুন কমিটির সদস্যরা তাদের অভিজ্ঞতা ও নিষ্ঠার জন্য নির্বাচিত হয়েছেন। তারা কেবল নেতৃত্ব নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক দক্ষতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow