সিরাজদিখানে নিউ পিপল’স ডায়াগনস্টিকের ফ্রি মেডিকেল ক্যাম্প

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেসরকারি প্রতিষ্ঠান নিউ পিপল’স ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস কালীমন্দির প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগ নির্ণয়ের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষীবিলাস কালীমন্দিরের সভাপতি পরেশ মণ্ডল, স্থানীয় ইউপি সদস্য অমল মণ্ডল, সুধীর মণ্ডল, নিউ পিপল’স ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার-এর কর্মকর্তা বিকাশ খান, লোকনাথ সাহা, নয়ন মণ্ডল প্রমুখ।
What's Your Reaction?






