সিরাজদিখানে অবৈধ ড্রেজার অভিযানে বিপুল পরিমাণ পাইপ অপসারণ

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Jul 9, 2025 - 20:21
 0  4
সিরাজদিখানে অবৈধ ড্রেজার অভিযানে বিপুল পরিমাণ পাইপ অপসারণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ পাইপ অপসারণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী।

বুধবার (৯ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার মালখানগর ও বয়রাগাদি ইউনিয়নের নাটেশ্বর, বাড়ৈপাড়া, রাজদিয়া, বয়রাগাদী হাজী বাড়ি এবং নোয়াব্দা ব্রিজ সংলগ্ন ৭টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এসব স্থানে অবৈধ ড্রেজিং ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ড্রেজারের পাইপসমূহ অপসারণ করা হয়।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী বলেন, “জনস্বার্থে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন এবং অনুমোদন ব্যতীত জমির শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, এই ধরনের কার্যক্রম পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow