শ্রীনগরে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা খুদে শিক্ষার্থীরা, বাঁধভাঙা উচ্ছ্বাস
বছরের প্রথম দিন মানেই শিক্ষার্থীদের কাছে এক অন্যরকম ভালোলাগা। আর সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন হাতে আসে নতুন ক্লাসের নতুন পাঠ্যবই। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য হাঁসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দেখা গেল সেই আনন্দের ঝিলিক। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন শিক্ষাবর্ষের বই। নতুন বইয়ের ঘ্রাণ আর চকচকে মলাট দেখে শিশুদের মুখে ফুটে ওঠে অনাবিল হাসি। পরম যতে্নে নতুন বই বুকে জড়িয়ে বাড়ি ফিরতে দেখা যায় অনেককে।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। উৎসবমুখর এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী, শিউলী আক্তার, রিতা আক্তার, মোহাম্মদ মাহবুব উল আলম, সুশান্ত চক্রবর্তী, এলিজা আক্তার, ফাহিমা আক্তার, মোহাম্মদ রাসেল ও শামীমা আক্তার।
শিক্ষক-শিক্ষিকা ছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ