রাণীনগরে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল বিএনপি নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান
নওগাঁর রাণীনগর উপজেলায় বিএনপি’র উদ্যোগে দলের অসচ্ছল এবং দুর্দিনে থাকা ত্যাগী নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, রাণীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে মিরাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রজব আলী এবং উপজেলা মহিলা দলের নেত্রী মোছাঃ শিল্পি খাতুনকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। দলের দুঃসময়ে তাদের ত্যাগের মূল্যায়ন ও পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাসেল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মুজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ-এ-আলম সিরাজ এবং মিরাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার সাহা প্রমুখ।
সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, “বিএনপি সব সময় তৃণমূলের নেতাকর্মীদের পাশে আছে। হাজারো রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের জন্য আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তারা আরও বলেন, “বর্তমানে সামাজিক ও অর্থনৈতিক সংকটে অনেক নেতাকর্মী কঠিন সময় পার করছেন। দলের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তাদের মনোবল বৃদ্ধি করবে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করতে সহায়ক ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ