বেগম খালেদা জিয়ার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jan 1, 2026 - 19:39
 0  1
বেগম খালেদা জিয়ার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। বক্তারা বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন। মোনাজাতে মরহুমার রুহের শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow