নওগাঁর পোরশা সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন দুটি ভারতীয় মহিষ আটক
নওগাঁর পোরশা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর অধীনস্থ নীতপুর বিওপির টহল দল এই মহিষগুলো আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নীতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুহাম্মদ আলী খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তের টেট্রা নামক স্থানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মহিষগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ দুটি জব্দ করা হয়।
আটককৃত মহিষগুলো বর্তমানে পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ