শ্রীনগরে মাদক সেবনে বাধা, সুইচগিয়ারের আঘাতে যুবক গুরুতর আহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক সেবনে বাধা দেওয়ায় সুইচগিয়ারের আঘাতে গুরুতর আহত হয়েছেন হোসেন (২৫) নামে এক যুবক। বুধবার (১৪ মে) দুপুর ২ টা ১৫ মিনিটের দিকে শ্যামসিদ্ধি ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার টেটামারা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্থানীয়রা ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়ে মমতাজ গাজীর মেয়ের নির্মাণাধীন ভবনের সামনে আলমগীর শিকদারের ছেলে মারুফকে মাদক সেবনরত অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা তাকে আটক করলে মারুফের চাচা নাজির শিকদারকে খবর দেওয়া হয়। কিন্তু নাজির শিকদার নিজে না এসে তার ছেলে ইমরানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ সময় দলটি রিয়াজুলের হাতে থাকা সুইচগিয়ার দিয়ে হোসেনের পিঠে আঘাত করে মারুফকে ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় হোসেনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা সুইচগিয়ারটি পিঠ থেকে বের করতে ব্যর্থ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহম্মেদ বলেন, “এ ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






