মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা
মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য খিদির আব্দুস সালাম, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির হোসেন, জেলা কর্ম পরিষদের সদস্য মো. মুজিবুর রহমান, শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. নুরজামান মীর। সভা সঞ্চালনা করেন সিরাদিখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. ওয়াসিম মিয়া।
মতবিনিময় কালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী। এ সময় তিনি তার নির্বাচনী এলাকায় সার্বিক উন্নয়ন ও কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় বর্তব্যরত বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ