শ্রীনগরে জোরপূর্বক জমি দখলে নিয়ে ঘর নির্মাণের চেষ্টা থানায় পাল্টাপাল্টি অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Sep 7, 2025 - 15:43
Sep 7, 2025 - 16:22
 0  37
শ্রীনগরে জোরপূর্বক জমি দখলে নিয়ে ঘর নির্মাণের চেষ্টা থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইলভোগ এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাইলভোগ মৌজার সিএস ২৫৮ নং খতিয়ানভুক্ত ১২১ নং দাগের ৭৬ শতাংশ জমির মালিক মজিবুর রহমান মীর ও তার ভাই আনোয়ার হোসেন মীর। তারা ওয়ারিশ সূত্রে জমিটির মালিক ও ভোগ দখলে রয়েছেন বলে দাবি করেছেন। কিন্তু একই এলাকার মাহাবুব শেখ, সানী, জুয়েল, আজাহার শেখ, সুমন মল্লিক, বিদ্যুৎ পাইক, আবুল কালাম, লিটন শেখ, সাদ্দাম মল্লিক ও দ্বীন আসলামগং দীর্ঘদিন ধরে উক্ত জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

শনিবার সকালে মাহাবুব শেখগং ভুক্তভোগীর জমিতে থাকা সাইনবোর্ড সরিয়ে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দিলে তারা মজিবুর রহমানকে মারধরের জন্য তেড়ে আসে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে অভিযুক্ত মাহাবুব শেখ বলেন, “আমি আমার জমিতে ঘর নির্মাণের জন্য ভ্যানযোগে মালামাল আনছিলাম। এসময় আমির হোসেনগং আমার ভাইসহ ভ্যানচালককে মারধর করেছে এবং আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। এজন্য আমি থানায় লিখিত অভিযোগ করেছি।”

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই রিপন বলেন, “এ ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow