ফরিদপুরে চরাঞ্চলের ১৩০ নারী খামারির হাতে হাঁস বিতরণ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 9, 2025 - 20:27
 0  3
ফরিদপুরে চরাঞ্চলের ১৩০ নারী খামারির হাতে হাঁস বিতরণ

চরাঞ্চলের হতদরিদ্র নারী-পুরুষদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণসহ হাঁস-মুরগি, ছাগল-ভেড়া ও খামারের ঘর নির্মাণ করে দিচ্ছে প্রাণীসম্পদ অধিদপ্তর। এ কর্মসূচির আওতায় বুধবার (৯ জুলাই) ফরিদপুর সদর উপজেলার ১৩০ জন নারীর হাতে ১৩টি করে হাঁস তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

‘সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর অধীনে এ কার্যক্রম বাস্তবায়ন করছে সদর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়। হাঁস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানসহ অন্যরা।

জানা গেছে, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ডিক্রিরচর, নর্থ চ্যানেল, আলিয়াবাদ ও চরমাধবদিয়া ইউনিয়নের ৫ হাজার ৮৩৬ জন হতদরিদ্র নারী-পুরুষকে পর্যায়ক্রমে হাঁস-মুরগি ও ছাগল-ভেড়া প্রদান করা হবে। পাশাপাশি খামার ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে তাদেরকে দুই দিনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

প্রত্যেক খামারের ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার টাকা। নারী সদস্যদের জন্য হাঁস-মুরগির খামার এবং পুরুষদের জন্য ছাগল-ভেড়ার খামার স্থাপন করা হচ্ছে।

সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, “এ উদ্যোগের মূল লক্ষ্য হলো চরাঞ্চলের হতদরিদ্র মানুষদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। হাঁস-মুরগি ও ছাগল-ভেড়া পালন করে তারা পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে পারবেন বলে আমরা আশাবাদী।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow