মুন্সীগঞ্জের সিরাজদিখানে সালিশি বিরোধের জেরে ব্যবসায়ীকে হাতুড়ি পেটা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি গ্রাম্য সালিশে এক পক্ষের সমর্থক সন্দেহে দুই ভাইয়ের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের মির্জাকান্দা বাজারে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। হামলায় হাতুড়ির আঘাতে দোকান মালিক আতিকুর রহমান বাপ্পি (৩২) এবং তার বড় ভাই এমএ মোহাইমেন (৩৮) গুরুতরভাবে আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় মির্জাকান্দা বাজারের কুঁড়া-ভুষির ব্যবসায়ী বিনয় দাসের সাথে আরিফ নামের এক কৃষকের আর্থিক লেনদেন নিয়ে। আরিফ, বিনয় দাসের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ধার নেন। এই পাওনা টাকা নিয়ে গত সোমবার উভয়ের মধ্যে বিবাদের সৃষ্টি হলে বিনয় দাস ও তার ছেলে আরিফকে মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে, সালিশের রায় আরিফ মেনে না নেওয়ায় সালিশদাররা তার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এর দুই দিন পর, সালিশদার ও প্রতিপক্ষ গ্রুপটি ধারণা করতে থাকে যে একই বাজারের চাল ব্যবসায়ী আতিকুর রহমান বাপ্পি কৃষক আরিফের পক্ষ নিচ্ছেন। এই সন্দেহের বশবর্তী হয়েই শুক্রবার রাতে একটি সশস্ত্র দল বাপ্পির দোকানে আকস্মিক হামলা চালায়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, স্থানীয় মান্নান (৫০), রায়হান (২৫), শহীদ (২৭), লিছান (২৪), আসাদুর (২৮) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে। হামলাকারীরা বাপ্পি ও তার ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মান্নান হাতুড়ি দিয়ে বাপ্পির মাথায় গুরুতর আঘাত করে এবং রায়হান হাতুড়ি দিয়ে মোহাইমেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটায়। এসময় হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় দেড় লাখ টাকার মালামাল নষ্ট করে এবং ক্যাশ বাক্স থেকে চার লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়।
আহত আতিকুর রহমান বাপ্পি জানান, “আমি আমার চালের দোকানে বসেছিলাম। হঠাৎ করে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দল দোকানে ঢুকে আমাদের ওপর হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। যাওয়ার সময় তারা আমাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে যায়।” এই ঘটনায় তিনি সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানিয়েছেন, এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।
What's Your Reaction?






