তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশকে গণতন্ত্রশূন্য করা হয়েছিল: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Nov 20, 2025 - 16:30
 0  23
তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশকে গণতন্ত্রশূন্য করা হয়েছিল: মীর সরফত আলী সপু

এতো দিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে গণতন্ত্রশূন্য করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 

বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কয়র্কীত্তন এলাকার একটি কমিউনিটি সেন্টারে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, যেই বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, তাদেরও উপযুক্ত বিচার হওয়া উচিত। আজকের রায়ের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে-এর মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ প্রকৃত গণতন্ত্র ফিরে পাবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী, আব্দুল কুদ্দুস ধীরন, আওলাদ হোসেন উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম  ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow