লামার ইটভাটায় অভিযানকালে সংঘর্ষ
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় লামার ফাইতং পাগলীর আগা এলাকায় ইটভাটায় অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনী ও ইটভাটার শ্রমিক ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চকরিয়া থেকে লামা মানিকপুর সীমানায় পাহাড়তলী এলাকায় এই সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ঘটনায় বিজিবি ও পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। শ্রমিক ও স্থানীয় জনতার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের মধ্যে ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি এবং ট্রাকসহ মোট ৬টি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ৮ জন ইটভাটার শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গত পাঁচ দিন ধরে চলা অভিযানে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের বিশেষ দল নানা বাধার মুখে পড়েছে।
পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিচালিত এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ এবং লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস অংশ নেয়।
সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ জানান, ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয় এবং অনেকেই আহত হন।
শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষে ৮ জন নারী ও শিশু সহ মোট ৫০ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনের বেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অনেককে আটক করা হয়েছে।
What's Your Reaction?
মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ