তিন্দু–রেমাক্রীতে ৭৪০ নারী উদ্যোক্তাকে নগদ সহায়তা বিতরণ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 17, 2025 - 17:46
 0  8
তিন্দু–রেমাক্রীতে ৭৪০ নারী উদ্যোক্তাকে নগদ সহায়তা বিতরণ

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের ৭৪০ জন নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী করতে নগদ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)। হাঁস, মুরগি, ছাগল ও শুকর পালন করে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনা এবং স্থানীয় অর্থনীতিতে গতি সঞ্চারের উদ্দেশ্যে এ সহায়তা প্রদান করা হয়।

সোমবার সকাল থেকে দিনব্যাপী তিন্দু বাজার ও রেমাক্রী বাজার চত্বরে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে এসব নগদ অর্থ বিতরণ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বিএনকেএস-এর অংশীদারিত্বে বাস্তবায়িত ‘সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি)’ প্রকল্পের আওতায় এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

তিন্দু ইউনিয়নের ৩৩৫ জন এবং রেমাক্রী ইউনিয়নের ৪০৫ জন নারী উদ্যোক্তা সহায়তা পেয়েছেন। এর মধ্যে ১১৮ জন নারী উদ্যোক্তাকে ১০ হাজার ১০০ টাকা করে মোট ১১ লাখ ৯১ হাজার ৮০০ টাকা এবং ৬৬২ জন উদ্যোক্তাকে ৭ হাজার ২০০ টাকা করে মোট ৪৭ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা দেওয়া হয়। সব মিলিয়ে ৭৪০ জন নারী উদ্যোক্তার মাঝে মোট ৫৯ লাখ ৫৮ হাজার ২০০ টাকা বিতরণ করা হয়েছে।

কর্মকর্তারা জানান, উপকারভোগী নারীদের গ্রুপভিত্তিক করে মাসব্যাপী হাঁস–মুরগি, ছাগল ও শুকর পালনের নিয়ম, রক্ষণাবেক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের যেন নিজেরাই উৎপাদন ও ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠতে পারে সে লক্ষ্যেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের মনিটরিং কর্মকর্তা কায়সার জিলানী, প্রকল্প সমন্বয়কারী আলোপ্রিয় চাকমা, গ্রান্ট ম্যানেজার এবিএম সরোয়ার, উপসহকারী ম্যানেজার আমানুল্লাহ নূরী, তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, বিএনকেএস প্রকল্প সমন্বয়কারী পেশল চাকমা, অর্থ পরিচালক আবামং মারমা, ম্যানেজার মাম্যাসিং মারমা ও অ্যাডমিন অফিসার চাইসামং মারমা উপস্থিত ছিলেন। এছাড়া দুই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরাও অনুষ্ঠানে সহযোগিতা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow