থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, দুই লাখ টাকা জরিমানা
বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশ ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যরা পানি মেরে চুল্লায় নস্ট করে দিয়েছে, এছাড়াও নগদ দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকাল ৩টায় উপজেলার মগকসে ঝিড়ি এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল। অভিযানে পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্র জানায়, মেসার্স এস বিএম ব্রিকস নামের ইটভাটাটি দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। এর ফলে ঝিড়ির স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে ইটভাটা স্থাপন বা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ