সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও মানোন্নয়নে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দৃঢ় প্রত্যয়

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 20, 2025 - 16:10
Sep 20, 2025 - 16:18
 0  11
সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও মানোন্নয়নে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দৃঢ় প্রত্যয়

একরাশ নবীন ও প্রবীণের মেলবন্ধনে, ঐক্যবদ্ধভাবে সাংবাদিকতার মহান পেশার মর্যাদা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভাটি ছিল যেন সাংবাদিকদের এক মিলনমেলা, যেখানে পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উন্মোচিত হয় নতুন দিগন্তের। ক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি উপস্থিত সকলের প্রাণবন্ত আলোচনায় মুখরিত ছিল।

সভার শুরুতে সম্প্রতি গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের মধ্যে পরিচয় পর্ব সম্পন্ন হয়, যা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। এরপরই উন্মুক্ত আলোচনায় উঠে আসে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং আলফাডাঙ্গার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয়।

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন (মামুন), প্রচার সম্পাদক আসাদুজ্জামান তালুকদার, আইন বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুল হাসান (জুয়েল), সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম এবং সাধারণ সদস্য ওবায়দুর রহমান, জাহিদুল ইসলাম ও ইমরান হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোঃ আলমগীর কবির বলেন, "ঐক্যই আমাদের শক্তি। আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সাংবাদিকতার মহান পেশার মর্যাদা সমুন্নত রাখতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা সবসময় সচেষ্ট থাকব।"

সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীম তার বক্তব্যে বলেন, "আমাদের এই কমিটি আলফাডাঙ্গার সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করবে। আমরা সাংবাদিকদের অধিকার রক্ষা এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব, যা স্থানীয় সাংবাদিকতায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে।"

এছাড়াও, সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সাংবাদিকদের কল্যাণে বেশ কিছু যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এই সভাটি আলফাডাঙ্গার সাংবাদিকদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে, যা আগামী দিনে তাদের লেখনীর মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow