সনাতন ধর্মাবলম্বীদের সাথে এ. কে. আজাদের শারদীয় শুভেচ্ছা বিনিময়

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 29, 2025 - 12:11
 0  4
সনাতন ধর্মাবলম্বীদের সাথে এ. কে. আজাদের শারদীয় শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-৩ (সদর) আসনের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এ. কে. আজাদ। রবিবার রাতে শহরের ঝিলটুলিতে তার নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ. কে. আজাদ। তিনি বিগত দিনে তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে ও নির্ভয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। তিনি আশ্বাস দেন, পূজা পালনে কোনো রকম সমস্যা হবে না। আগামী দিনেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী সুরবরানন্দ, শ্রীধাম শ্রী অঙ্গনের প্রধান সেবাইত মানস বন্ধু ব্রহ্মচারী এবং ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ রমা সাহা, সহ-সভাপতি সুকেশ সাহা ও ননীগোপাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, সদর উপজেলা পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রাম দত্ত ও সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে ফরিদপুরকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক চমৎকার শহর হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এ বছর ফরিদপুর সদর উপজেলায় ১৯৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হয়। আয়োজকরা এই ধরনের একটি সুন্দর উদ্যোগের জন্য এ. কে. আজাদকে ধন্যবাদ জানান এবং দুর্গাপূজা চলাকালীন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আনন্দ সাহা এবং এতে বিভিন্ন পূজা মন্দিরের কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow