হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Sep 29, 2025 - 12:05
 0  5
হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩৯ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাসিবুল হাসান হাসিব (২৭) এবং তিনি ময়মনসিংহ জেলার কাশার জেলরোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে। র‍্যাব জানিয়েছে, হাসিব দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রয়ের সাথে জড়িত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সিপিএসসি আভিযানিক দল জানতে পারে যে, হাসিব সীমান্তবর্তী মাদারপুর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এই তথ্যের ওপর ভিত্তি করে, র‍্যাবের দলটি রাত আনুমানিক দেড়টার দিকে উক্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করে এবং হাসিবকে সফলভাবে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি করে ৩৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ছাড়াও তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি ডিজিটাল ওজন মাপার যন্ত্র এবং নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, হাসিব তার এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি তার মূল পেশার আড়ালে ছদ্মবেশে দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রয় করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, র‍্যাব-৫ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow