ভারতে দুর্গাপূজার মণ্ডপে অসুর রূপে ড. ইউনূস, ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরিফ

ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে দুটি দুর্গাপূজার মণ্ডপকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, ওই মণ্ডপগুলোতে অসুর বা রাক্ষস হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিমূর্তি স্থান পেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের অসুর হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কমিটির মুখপাত্রের দাবি, ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি ও কড়াকড়ি ভিসা ব্যবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু ভেবেছিলেন, কিন্তু তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তাকে অসুর হিসেবে দেখানো হয়েছে।’
অন্যদিকে, খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে অসুরের প্রতিমা হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার পাশে রাখা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিচ্ছিন্ন মাথা। আয়োজকদের দাবি, এভাবে তারা ‘ধ্বংস’ প্রতিপাদ্যকে প্রতীকীভাবে উপস্থাপন করেছেন, যা জাতির প্রতি হুমকি দূর করার বার্তা বহন করছে।
এ ধরনের প্রতিমা দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ একে ‘সাহসী রাজনৈতিক বার্তা’ বলছেন, আবার অনেকে ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনার সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। এক দর্শনার্থীর মন্তব্য, ‘এটা ঠিক হয়নি। পূজা কোনো তামাশা নয়।’
বিতর্ক সত্ত্বেও মণ্ডপ দুটিতে দর্শনার্থীদের ভিড় কমেনি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের কূটনৈতিক শিষ্টাচার নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে ড. ইউনূসকে এভাবে উপস্থাপন করায় বাংলাদেশে ক্ষোভ দেখা দিয়েছে।
এই বিতর্ক নতুন করে ভারত–যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক ও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণকেও আলোচনায় নিয়ে এসেছে।
What's Your Reaction?






