ইব্রাহিম মেম্বারের নামে আস্থার নতুন ভোর দেখছে আলফাডাঙ্গা

প্রচলিত ধারণাকে ছাপিয়ে যখন কোনো জনপ্রতিনিধি হয়ে ওঠেন জনতার সেবক, তখন তিনি হয়ে ওঠেন অনুপ্রেরণার উৎস। ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি নিজেকে উৎসর্গ করেছেন গ্রামীণ উন্নয়ন, জনকল্যাণ ও অসহায় মানুষের সেবায়। তার সততা, নিষ্ঠা এবং निःস্বার্থ কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের কাছে এক আস্থার প্রতীকে পরিণত করেছে। ঠিক এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম মোল্যা।
এলাকার মানুষের কাছে ইব্রাহিম মোল্যা কেবল একজন জনপ্রতিনিধি নন, তিনি তাদের ভরসার স্থান। পাড়াগ্রামের এক ভ্যানচালক বলেন, "মেম্বার ইব্রাহিম সবসময় আমাদের মতো গরীব-অসহায়দের পাশে ছায়ার মতো থাকেন। ভাতা কার্ডের জন্য তার কাছে গিয়ে কোনো হয়রানি ছাড়াই আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমাদের বিশ্বাস, তিনি কাউকেই নিরাশ করবেন না।"
তার সততার সাক্ষী দিয়ে স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, "ইব্রাহিম মেম্বার একজন নির্লোভ ও সৎ মানুষ। শিশু কার্ড বা ভাতা কার্ডের জন্য তিনি কখনো এক টাকাও নেননি, যা আজকাল ভাবাই যায় না। তিনি যোগ্যদের অধিকার নিশ্চিতে সবসময় আপসহীন।"
সমাজের সকল স্তরের মানুষের প্রতি তার সমান দরদ। শারমিন আক্তার নামে এক নারী জানান, "আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে যেকোনো বিপদে-আপদে তাকেই আগে পাওয়া যায়। তার মতো একজন প্রতিনিধিকে পেয়ে আমরা সত্যিই গর্বিত।" তার এই কথার প্রতিধ্বনি শোনা যায় মনিরা বেগম ও চম্পা বেগমের কণ্ঠেও, যারা তার নারী ও শিশু-বান্ধব উদ্যোগের প্রশংসা করেন।
গ্রামীণ অবকাঠামো সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা কিংবা সামাজিক সম্প্রীতি রক্ষায় সব ক্ষেত্রেই ইব্রাহিম মোল্যার সক্রিয় ভূমিকা রয়েছে। এলাকাবাসী ইকবাল বলেন, "জনগণের প্রতি তার যে দায়বদ্ধতা, তা তাকে সবার কাছে সম্মানীয় করে তুলেছে। তার কাজে আমরা পূর্ণ আস্থা রাখি।"
জনগণের এই ভালোবাসা ও আস্থা প্রসঙ্গে ইউপি সদস্য ইব্রাহিম মোল্যা বলেন, "আমি নেতা নই, আমি আপনাদের সেবক। সরকারের দেওয়া প্রতিটি সুবিধা যেন প্রকৃত দাবিদারদের হাতে পৌঁছায়, সেটাই আমার একমাত্র লক্ষ্য। আমি সবাইকে স্পষ্ট করে বলতে চাই, কোনো সরকারি সুবিধার বিনিময়ে আমি কখনো অর্থ নিইনি এবং নেবও না। জনগণের দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।"
গ্রামবাসীর একটাই আশা, তাদের প্রিয় ইব্রাহিম মেম্বার তার সততা ও কর্মনিষ্ঠা দিয়ে আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখবেন এবং হয়ে উঠবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক প্রেরণার বাতিঘর।
What's Your Reaction?






