মালয়েশিয়ার ৬৮তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 29, 2025 - 12:30
 0  5
মালয়েশিয়ার ৬৮তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ

মালয়েশিয়ার ৬৮তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান। তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জন্য একটি শুভেচ্ছা বার্তা হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওছমানের কাছে হস্তান্তর করেন।

এ সময় হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান জামায়াতে ইসলামীর আমীরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল মালয়েশিয়া সরকারের সাফল্য ও দীর্ঘস্থায়িত্ব এবং آن দেশের জনগণের সুখ-সমৃদ্ধি কামনা করেন। এছাড়াও, তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow