ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রবীন্দ্রনাথ চন্দ্র সন্ন্যাসী (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের সামনে এ ঘটনা ঘটে। নিহত রবীন্দ্রনাথ ওই গ্রামেরই মৃত অমূল্য চন্দ্র সন্ন্যাসীর পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, রবীন্দ্রনাথের সঙ্গে তার পরিবারের সদস্যদের সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এর জের ধরে সোমবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৯টার দিকে জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের সামনে তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি আসলে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?






