প্রবাসীর সম্পত্তি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 29, 2025 - 14:29
 0  3
প্রবাসীর সম্পত্তি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বান্দরবানের লামা উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা এবং এর প্রতিবাদ করায় রক্ষণাবেক্ষণকারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী নুরুল হুদা বিলুর প্রতিনিধিরা।

২৯ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রবাসীর পক্ষে তার নবনিযুক্ত তত্ত্বাবধায়ক শওকত আকবর এই অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, উপজেলার লামা মৌজায় নুরুল হুদা বিলুর মালিকানাধীন প্রায় ৩৫ একর জমিতে রাবার, বনজ ও ফলদ বাগান, মাছের খামার, একটি বাংলো এবং কয়েকটি কটেজ রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শওকত আকবর অভিযোগ করেন, মাহবুব আলম ও মোঃ সরওয়ার আলম চৌধুরীর নেতৃত্বে একটি চক্র এই বিপুল সম্পত্তি গ্রাস করার ষড়যন্ত্রে লিপ্ত। চক্রটি ইতোমধ্যে বাগানের গাছ কেটে চুরিসহ নানাভাবে প্রায় ২৫ কোটি টাকার ক্ষতিসাধন করেছে বলে দাবি করা হয়। এর প্রতিবাদ করায় এবং আইনি ব্যবস্থা নেওয়ায় রক্ষণাবেক্ষণকারীদের পাহাড়ী সন্ত্রাসী দিয়ে গুম ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

জানা যায়, প্রবাসী নুরুল হুদা বিলু পূর্বে মোঃ সরওয়ার আলম চৌধুরী বাবুকে তার সম্পত্তি দেখাশোনার জন্য আমমোক্তারনামা দিয়েছিলেন। কিন্তু সরওয়ার আলম সেই ক্ষমতার অপব্যবহার করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা করলে গত ১১ ডিসেম্বর, ২০২৪ তারিখে নোটারী পাবলিকের মাধ্যমে সেই আমমোক্তারনামা বাতিল করা হয়। পরবর্তীতে শওকত আকবরকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়।

শওকত আকবর বলেন, "আমি দায়িত্ব পাওয়ার পর স্থানীয় মোজাম্মেল হককে বাগান তদারকির জন্য নিয়োগ দিয়েছি। কিন্তু সরওয়ার আলমের সহযোগী মাহবুব আলম গং বাগানের পাঁচটি বড় গর্জন গাছ ও বেশ কয়েকটি রাবার গাছ কেটে ফেলায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলার পর থেকে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং মামলার তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।"

যুক্তরাষ্ট্রে অবস্থানরত জমির মালিক নুরুল হুদা বিলু फोन কলে জানান, "দূতাবাসের মাধ্যমে সরোয়ার আলম চৌধুরীর আমমোক্তারনামা বাতিল করা হয়েছে এবং বান্দরবানের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তা সত্যায়িত করেছেন। বর্তমানে আমার সকল সম্পত্তি দেখাশোনার দায়িত্ব শওকত আকবরকে দেওয়া হয়েছে।"

এই ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী প্রবাসী ও তার প্রতিনিধিরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow