শহীদ সাগরের মরদেহ উত্তোলনে পরিবারের অসম্মতি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
May 8, 2025 - 16:57
 0  4
শহীদ সাগরের মরদেহ উত্তোলনে পরিবারের অসম্মতি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সাগর আহমেদের (২১) মরদেহ উত্তোলনে পরিবারের সম্মতি না থাকায় তা সম্ভব হয়নি।

বুধবার (৭ মে) বিকালে আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। তবে সাগরের বাবা তোফাজ্জল হোসেন ও মামলার বাদী চাচাতো ভাই সাইফুল ইসলাম মরদেহ উত্তোলনে স্পষ্টভাবে আপত্তি জানান।

সাগরের বাবা কান্নায় ভেঙে পড়েন এবং সন্তানের মরদেহ দীর্ঘদিন পর উত্তোলনে মানসিকভাবে ভেঙে পড়েন। এর প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ও পুলিশের দল মরদেহ উত্তোলন না করেই ফিরে আসেন।

ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, “আমরা আদালতের নির্দেশে গিয়েছিলাম। কিন্তু পরিবারের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মরদেহ উত্তোলন থেকে বিরত থাকি। পরিবার থেকে লিখিত আবেদন নিয়ে আদালতকে জানানো হবে।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাশেদুল ইসলাম জানান, “ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের প্রস্তুতি ছিল। কিন্তু পরিবার রাজি না হওয়ায় আমরা আইনানুগভাবে পরবর্তী পদক্ষেপ নেব।”

প্রসঙ্গত, গত ১৯ জুলাই ২০২৪ সালে রাজধানীর মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন মিরপুর সরকারি বাঙলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ। পরদিন তাকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

এই ঘটনায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি, সাগরের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow