সদরপুরে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
May 8, 2025 - 16:51
 0  6
সদরপুরে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে কৃষি অধিদপ্তরের আওতাধীন “পার্টনার” প্রকল্পের অংশ হিসেবে একটি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) ফরিদপুরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ রকিবুল ইসলাম, পার্টনার প্রকল্প ফরিদপুরের সিনিয়র মনিটরিং অফিসার হাফিজ হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, অংশগ্রহণকারী কৃষক, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ নেন।

কংগ্রেসে প্রকল্পের লক্ষ্য, স্থানীয় কৃষকের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন, এবং গ্রামীণ সহনশীলতা (Resilience) গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow