সদরপুরে ভিক্ষুকদের মাঝে ছাগল ও অনুদান বিতরণ

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ফরিদপুরের সদরপুর উপজেলায় জরিপকৃত ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ছাগল ও এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১ জোড়া করে মোট ১০টি ছাগল এবং এককালীন অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর ও চরনাসিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনউদ্দীন মোল্যা।
সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






