ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছুর উপড়ে ফেলতে হবে — ডিআইজি রেজাউল করিম মল্লিক

ফ্যাসিস্ট শক্তি ও জঙ্গিবাদের মূল উপড়ে ফেলতে হবে উল্লেখ করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংশ্লিষ্ট সকল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে, জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা করা হবে।”
মঙ্গলবার (১৫ জুলাই) ফরিদপুর পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভা ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত সভায় বাহিনীর সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। ডিআইজি রেজাউল করিম মল্লিক আরও বলেন, “পুলিশ সদস্যদের কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। যদি কেউ অপরাধে জড়িত থাকে, তাহলে পুলিশের আইনে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো সতর্ক করে বলেন, “কোনো রকম আর্থিক অনিয়ম কিংবা দুর্নীতির সাথে যুক্ত হওয়া যাবে না। বাহিনীর ভাবমূর্তি রক্ষায় সবাইকে সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে।”
What's Your Reaction?






