নগরকান্দায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক সম্রাট গ্রেফতার

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Aug 9, 2025 - 07:20
 0  7
নগরকান্দায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক সম্রাট গ্রেফতার

এলাকায় যিনি পরিচিত ছিলেন ‘মাদক সম্রাট’ হিসেবে, ৫ বছরের কারাদণ্ডের রায় মাথায় নিয়েও যিনি এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে—অবশেষে সেই পলাতক আসামি সবুজ সেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার এই গ্রেফতারে ফরিদপুরের নগরকান্দায় অপরাধ জগতে একটি বড় ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ এই সফল অভিযান পরিচালনা করে।

দীর্ঘদিন ধরে পলাতক সবুজ সেখকে তার নিজ গ্রাম বিনোকদিয়া এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি আমিরুল ইসলামের সুনির্দিষ্ট নির্দেশে, থানার এএসআই রুহুল আমিন ও এএসআই জামালের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, নগরকান্দা থানার জিআর মামলা নং ৫৫/১৭-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে সবুজ সেখকে আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

ওসি আমিরুল ইসলাম জানান, "দণ্ডপ্রাপ্ত কোনো আসামি যতই পালিয়ে বেড়াক না কেন, আইনের হাত থেকে তার রক্ষা নেই। মাদক ও অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

গ্রেপ্তারের পর সবুজ সেখকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow