পুত্রবধূর লাঠির আঘাতে হাসপাতালে কাতরাচ্ছেন এক বৃদ্ধা শাশুড়ি

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Aug 9, 2025 - 07:14
 0  1
পুত্রবধূর লাঠির আঘাতে হাসপাতালে কাতরাচ্ছেন এক বৃদ্ধা শাশুড়ি

যে বয়সে সন্তানের সেবা-যত্ন পাওয়ার কথা, সেই বয়সে পুত্রবধূর লাঠির আঘাতে হাসপাতালে কাতরাচ্ছেন এক বৃদ্ধা শাশুড়ি। ফরিদপুরের নগরকান্দায় এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে। আরও বিস্ময়কর বিষয় হলো, স্থানীয়রা অভিযুক্ত পুত্রবধূকে ধরে পুলিশে দিলেও, মাতবরদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও প্রশ্ন।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটে। আহত শাশুড়ি শুকুরন বেগম (৬০) বর্তমানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হাসপাতালের বিছানায় শুয়ে কান্নাজড়িত কণ্ঠে শুকুরন বেগম বলেন, "আমার ছেলে ডাবলু বউ বাড়িতে রেখে বিদেশে গেছে। নানা কারণে আমার পুত্রবধূ মিনু বেগম আমাকে প্রায়ই মারধর করে। আজ সকালেও সে আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছে। লাঠির বাড়িতে আমার পা ফেটে রক্ত ঝরছে। আমি এই অত্যাচারী পুত্রবধূর বিচার চাই।"

ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত শুকুরন বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একই সাথে, তারা অভিযুক্ত পুত্রবধূ মিনু বেগমকে (৩৫) ধরে নগরকান্দা থানায় সোপর্দ করে।

কিন্তু ঘটনার নাটকীয় মোড় নেয় থানায়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, "স্থানীয় মাতুব্বররা ডাবলুর স্ত্রী মিনু বেগমকে থানায় নিয়ে আসে। পরে তারা বউ-শাশুড়ির মধ্যে বিষয়টি মিটমাট করে দেওয়ার কথা বলে তাকে বাড়িতে নিয়ে যায়।"

ঘটনাস্থলে অভিযুক্ত মিনু বেগমকে খুঁজে না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে প্রতিবেশীরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, একজন বয়স্ক মানুষকে এভাবে মারধর করার পরেও কীভাবে অপরাধী পার পেয়ে যায়? তারা অবিলম্বে অভিযুক্ত পুত্রবধূর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে, একটি ফৌজদারি অপরাধ কীভাবে সালিশের মাধ্যমে মীমাংসার জন্য ছেড়ে দেওয়া হলো? স্থানীয় মাতবরদের প্রভাব কি আইনের চেয়েও বড়?—এমন নানা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নগরকান্দার সচেতন মহলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow