নগরকান্দায় সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণ অলংকার নেওয়ার অভিযোগ

প্রবাসীর কষ্টার্জিত অর্থে গড়া সংসারে হানা দিয়েছে একদল চোর। মা বেড়াতে গিয়েছিলেন মেয়ের বাড়ি, আর সেই সুযোগেই ফরিদপুরের নগরকান্দায় এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের তালা ভেঙে নগদ টাকা ও প্রায় চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা উত্তর পাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী শামীম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার রাতে প্রবাসী শামীম মিয়ার মা ছকিনা বেগম বাড়িতে ছিলেন না। তিনি বলেন, "বুধবার সকালে আমি নগরকান্দা বাজারে যাই। সেখান থেকে পাশের গ্রামে আমার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সকালে খবর পাই, আমার ঘরে চুরি হয়েছে। ছুটে এসে দেখি, সব শেষ। চোরেরা আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে আমার ছেলের পাঠানো নগদ এক লক্ষ টাকা আর প্রায় চার ভরি সোনার গয়না সব নিয়ে গেছে।"
বাড়ির একতলা ভবনের মূল দরজার তালা ভেঙেই চোর চক্রটি ভেতরে প্রবেশ করে। প্রবাসী শামীম মিয়া দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। বাড়িতে তার বৃদ্ধা মা একাই থাকতেন। ঘটনার রাতে তিনি না থাকায় বাড়িটি পুরোপুরি ফাঁকা ছিল, যা চোরদের জন্য একটি সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
এ বিষয়ে শামীম মিয়ার বোনজামাই ওহিদ মেম্বার বলেন, "বাড়িতে কেউ না থাকার সুযোগেই এই ঘটনা ঘটেছে। আমি থানায় অভিযোগ দায়ের করার জন্য যাচ্ছি।"
এই ঘটনায় প্রবাসী পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তারা দ্রুত তদন্ত শুরু করবে এবং চোর চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চালাবে।
What's Your Reaction?






