আলফাডাঙ্গা সরকারি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচনে প্রবীর মোরাদ প্যানেলের নিরঙ্কুশ জয়

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Dec 5, 2025 - 00:07
 0  26
আলফাডাঙ্গা সরকারি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচনে প্রবীর মোরাদ প্যানেলের  নিরঙ্কুশ জয়

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের বিদ্যাপীঠ আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো এক শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও ইতিবাচক আবহে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রবীর মোরাদ প্যানেলের চার সদস্যকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ঘোষিত তফসিল অনুযায়ী চারটি পদের বিপরীতে আর কোনো প্রার্থী মনোনয়ন না নেওয়ায় প্রবীর মোরাদ প্যানেলের প্রার্থীরাই নিরঙ্কুশভাবে নির্বাচিত হন।

নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. জিনারুল ইসলাম, এবং সদস্য সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মুকুল।

২০২৬ সালের জন্য নির্বাচিত এ চার সদস্যবিশিষ্ট শিক্ষক পরিষদ কমিটি শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করবে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মহসিন মিয়া, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম, এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহিদুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম। প্যানেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রভাষক শামচুজ্জামান মিনা ও বিষ্ণুপদ মণ্ডল।

নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদার বলেন,আমাদের লক্ষ্য একটি সমন্বিত, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী শিক্ষক পরিষদ গঠন। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মানবিক, স্বচ্ছ ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেই আমরা কাজ করবো।

নির্বাচিত সাধারণ সম্পাদক প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন,সহকর্মীরা আমাকে যে বিশ্বাস, ভালোবাসা ও দায়িত্ব দিয়েছেন— তা আমার কাছে এক মূল্যবান অঙ্গীকার। শিক্ষক পরিষদের কার্যক্রমকে আরও গতিময় করা, শিক্ষক সমাজের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং কলেজের সার্বিক মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম বলেন,
শিক্ষক পরিষদ নির্বাচন একটি প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক প্রক্রিয়া। প্রবীর–মোরাদ প্যানেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া তাদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও সুসংগঠিত কার্যক্রমেরই প্রতিফলন। আশা করি নতুন কমিটি কলেজের একাডেমিক অগ্রযাত্রা, শিক্ষক স্বার্থরক্ষা ও শিক্ষার গুণগতমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow