ইউএনও পদে দায়িত্ব নিলেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর), বিনোদন জগত থেকে প্রশাসনে আসা তানজিয়া আঞ্জুম সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দ্বিতীয় ধাপে ৭৭টি উপজেলায় যে পদায়ন করা হয়— তারই অংশ হিসেবে এ দায়িত্ব পেলেন তিনি।
২০১০ সালের চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় “সেরা দশ”-এ জায়গা পাওয়া এবং “ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল” খেতাব জয়ী সোহানিয়া শোবিজে আলোচনায় এসেছিলেন বেশ আগেই। তবে অল্প সময় পরই তিনি মনোনিবেশ করেন পড়াশোনা ও কর্মজীবনের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন তিনি।
ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক এবং সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনে এটিই তার প্রথম ইউএনও পদায়ন।
শৈশব থেকেই মেধাবী হিসেবে পরিচিত সোহানিয়া টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি— উভয় পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছিলেন। সাংস্কৃতিক কার্যক্রম, গান, অভিনয়, কাব স্কাউটিংসহ বহু ক্ষেত্রে তিনি জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেন। তার বাবা ডা. আজিজুল হক খান সরকারি চিকিৎসক এবং মা সালমা সুলতানা গৃহিণী।
কিশোরগঞ্জে নতুন দায়িত্বপ্রাপ্ত ইউএনও হিসেবে দক্ষ ও আধুনিক প্রশাসনিক নেতৃত্ব উপহার দেবেন— এমন প্রত্যাশা করছে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ