দুই বছরের বিরতি ভেঙে ‘দুর্বার’ গতিতে ফিরছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্কঃ
Dec 27, 2025 - 17:25
 0  2
দুই বছরের বিরতি ভেঙে ‘দুর্বার’ গতিতে ফিরছেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামের একটি থ্রিলারধর্মী সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় প্রত্যাবর্তন ঘটছে তাঁর। শুধু ফেরা নয়, এই সিনেমায় অপু হাজির হচ্ছেন একেবারেই নতুন রূপে ও ভিন্ন গেটআপে। নিজের এই কামব্যাক নিয়ে বেশ আত্মবিশ্বাসী নায়িকা জানালেন, সিনেমায় তাকে দেখা যাবে একেবারে ‘দুর্বার গতিতেই’।

ইতোমধ্যেই সিনেমাটির শুটিং জোরকদমে এগিয়ে চলছে। অপু বিশ্বাস জানিয়েছেন, এখন পর্যন্ত তাঁর অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি শুটিংও দ্রুতই শেষ হবে। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, “এই সিনেমায় দর্শকদের জন্য অনেক চমক অপেক্ষা করছে। তারা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।”

দীর্ঘ বিরতি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, “আমি আসলে ভালো কাজের জন্য সময় নিয়েছি। যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই একটি মানসম্মত সিনেমা দিয়ে ফিরতে পারছি। দেরিতে হলেও ভালো একটি কাজ দিয়ে দর্শকের সামনে আসতে পেরে দারুণ লাগছে।” তিনি আরও বলেন, “সিনেমাই আমার পরিচয়ের মূল জায়গা। সিনেমার কারণেই আজ আমি অপু বিশ্বাস। দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তা এই মাধ্যম থেকেই।”

‘দুর্বার’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলকে। বড় পর্দায় এই নতুন জুটির রসায়ন নিয়ে বেশ উচ্ছ্বসিত অপু। সহশিল্পী সজলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁকে নিজের ‘ড্রিম হিরো’ হিসেবেও অভিহিত করেন তিনি।

অপু বলেন, “সজল ভাই ভীষণ বিনয়ী মানুষ এবং দারুণ একজন অভিনেতা। তাঁর অভিনয়ে আমি মুগ্ধ। শুটিংয়ের প্রথম দিন থেকেই আমাদের কাজের অভিজ্ঞতা খুব ভালো। আশা করছি, দর্শক আমাদের এই জুটিকে নতুনভাবে গ্রহণ করবেন।”

পরিচালক কামরুল হাসান ফুয়াদের প্রতিও পূর্ণ আস্থা প্রকাশ করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, “ফুয়াদ একজন মেধাবী নির্মাতা। গল্প এবং নির্মাণ—উভয় দিকই তিনি যথেষ্ট যত্নশীল। সিনেমাটির গল্প যেমন ভিন্নধর্মী, তেমনি পরিচালনায়ও তাঁর সেই মুনশিয়ানা স্পষ্ট।”

সব মিলিয়ে ‘দুর্বার’ সিনেমাটি দিয়ে অপু বিশ্বাসের এই রাজকীয় প্রত্যাবর্তন ঢাকাই সিনেমায় নতুন কোনো চমক নিয়ে আসে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow