সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙ্গায় সংবাদ সম্মেলন ও তিন দিনের অবরোধ ঘোষণা

নির্বাচন কমিশন কর্তৃক ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে "ভাংগা উপজেলা সর্বদলীয় ঐক্য পরিষদ" এর ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ই সেপ্টেম্বর বিকেল ৩টায় আলগী ইউনিয়ন পরিষদ ভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়, যার সভাপতিত্ব করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম সিদ্দিক মিয়া।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, নির্বাচন কমিশন সীমানা পুনর্বিন্যাসের নামে সম্পূর্ণরূপে অযৌক্তিক উপায়ে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) এর সঙ্গে যুক্ত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে দুই ইউনিয়নের জনগণ এবং ভাঙ্গা উপজেলাবাসী রাজপথে অবস্থান করছেন। তাদের অব্যাহত আন্দোলনের ফলে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে দুঃখজনকভাবে, নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের দাবীর বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।
বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশনের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিষয়ে তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। এই জনপদের মানুষ কোনোভাবেই তাদের প্রিয় মাতৃভূমি ভাঙ্গা উপজেলাকে খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্র মেনে নেবে না। আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়নের সীমানা ভাঙ্গা উপজেলার সঙ্গে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তারা ঘোষণা করেন। তারা সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অবিলম্বে এ অঞ্চলের মানুষের দাবীর যৌক্তিকতা উপলব্ধি করে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। বক্তাদের মতে, নগরকান্দা ও সালথা উপজেলা ভাঙ্গা উপজেলা থেকে অনেক দূরে অবস্থিত এবং আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়নের সঙ্গে নগরকান্দা ও সালথা উপজেলার কোনো রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের এই বিচ্ছিন্নকরণের সিদ্ধান্তে দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলন শেষে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম সিদ্দিক মিয়া আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, ভাঙ্গা ও ফরিদপুর-৪ নির্বাচনী এলাকার সকল দেশপ্রেমিক ভাই-বোন এবং সুশীল সমাজ, আলগী ও হামিরদী ইউনিয়নের জনগণের প্রতি বিপ্লবী শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি ভাঙ্গা উপজেলার অখণ্ডতা রক্ষার লড়াইয়ে তাদের সাহসী সংগ্রামের প্রশংসা করেন এবং জানান যে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আগামী ১৪-১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়কপথ ও রেলপথ অবরোধ চলমান থাকবে।
অবরোধের স্থানসমূহ হিসেবে উল্লেখ করা হয়েছে: ১. হাসপাতাল গেট থেকে রেললাইন পর্যন্ত, ২. সুয়াদী বাস স্ট্যান্ড, ৩. মনসুরাবাদ বাস স্ট্যান্ড, ৪. পুকুরিয়া বাস স্ট্যান্ড, ৫. হামিরদী বাস স্ট্যান্ড, ৬. পুলিয়া বাস স্ট্যান্ড, ৭. পুকুরিয়া রেল ক্রসিং, এবং ৮. মাধুবপুর বাস স্ট্যান্ড। আন্দোলন সমন্বয় কমিটি নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও নিজ দায়িত্বে অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে। আন্দোলনকারীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
What's Your Reaction?






