নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাহাগোলা রেলওয়ে স্টেশনে এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন 'রাণীনগর অর্গানাইজেশন'। রক্ত গ্রহণ, গ্রুপ নির্ণয় এবং নিবন্ধন শেষে সনদ বিতরণের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা রাকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল হাসান বলেন, "স্বেচ্ছাসেবী সংগঠন রাণীনগর অর্গানাইজেশন একটি ওয়েবসাইটভিত্তিক ডাটাবেজ তৈরি করেছে, যার মাধ্যমে সহজেই নিবন্ধন করা ও রক্তদাতা খুঁজে পাওয়া সম্ভব। এটি একটি ছোট উদ্যোগ হলেও এর প্রভাব অনেক ব্যাপক।" তিনি আরও বলেন, "ভালো কাজ কাউকে না কাউকে শুরু করতে হয়। রাণীনগর অর্গানাইজেশন সেই কাজটি শুরু করেছে। আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই সুন্দর উদ্যোগকে এগিয়ে নিতে হবে।" যারা নিজের সময় ও অর্থ ব্যয় করে মানুষের কল্যাণে কাজ করেন, তারা আলোর দিশারী হয়ে মানুষের অন্তরে বেঁচে থাকবেন উল্লেখ করে তিনি সংগঠন ও এর সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করেন। একইসাথে আত্রাই উপজেলায় এই সংগঠনের কার্যক্রম বিস্তারের লক্ষ্যে তিনি আত্রাইবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার সরকার, সহ-সভাপতি রুহুল আমীন, রাণীনগর উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুল আলম, সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মুন্না আহমেদ, সমন্বয়কারী সারোয়ার জাহান তৌফিক, কোষাধ্যক্ষ সনি মোল্লা, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য সদস্যরা।
রাণীনগর অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীন জানান, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় চলতি বছরের ২৫ জুলাই রাণীনগর অর্গানাইজেশন রক্তদাতা প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। এই মানবিক প্ল্যাটফর্মে খুব সহজেই রক্তদাতাকে খুঁজে পাওয়া যায় এবং আগ্রহীরা স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে নিবন্ধন করতে পারেন। তিনি বলেন, "আমাদের এই প্রচেষ্টা কেবল একটি প্রযুক্তি নির্ভর উদ্যোগ নয়, এটি মানুষের জন্য মানুষের কাছে পৌঁছে যাওয়ার এক মানবিক অঙ্গীকার।" তিনি আরও জানান, বর্তমানে তাদের ওয়েবসাইটে ৭ শতাধিক ব্যক্তি নিবন্ধন করেছেন এবং ২ শতাধিক মানুষ রক্তদান করে রক্তের গ্রুপ নির্ণয় করেছেন।
What's Your Reaction?






