আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক ৪

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 13, 2025 - 19:55
Sep 13, 2025 - 19:57
 0  15
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক ৪

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ব্যবসায়ী ও ক্রেতা সহ মোট চারজনকে আটক করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাইপাইল এলাকায় রাত্রিকালীন নিয়মিত টহলের সময় এই ঘটনা ঘটে। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা, একটি দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, টহল চলাকালীন সময়ে সন্দেহজনকভাবে চলাচলকারী তিনজন মোটরসাইকেল আরোহীকে থামার জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে, ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মাদকাসক্ত বলে স্বীকার করে এবং তাদের কাছ থেকে অল্প পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বকুল এবং আজিজুর নামে আরও দুইজনকে আটক করে যৌথ বাহিনী। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা এবং একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন কান্দাইল, গাজীরচট এলাকার রাব্বি (১৬), সাইদুর (১৭), বকুল (৪২) এবং আজিজুর (৪০)। ঘটনাস্থল থেকে একটি পালসার মোটরসাইকেল, বিক্রির জন্য প্যাকেট করা ১২২ পোঁটলা গাঁজা, গাঁজা তৈরির সরঞ্জাম এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত সকল মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow