সাভারে মাথায় গুলি করে পরিবহন রং মিস্ত্রিকে হত্যা

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা)
May 20, 2025 - 12:06
 0  2
সাভারে মাথায় গুলি করে পরিবহন রং মিস্ত্রিকে হত্যা

সাভারের ব্যাংক কলোনি এলাকায় শাহীন (২৬) নামে এক পরিবহন রং মিস্ত্রীকে মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি রেডিওকলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় বরুন নামক এক ব্যক্তির গ্যারেজে রং মিস্ত্রী হিসেবে কাজ করতেন। শাহীনের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে গ্যারেজ মালিক বরুন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি ব্যাংক কলোনির একটি গলি ধরে হাঁটছিলেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ সাদা শার্ট পরিহিত ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ঘটনাস্থলেই শাহীন প্রাণ হারান।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও অপরাধীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow