জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরা
May 20, 2025 - 12:04
 0  3
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে মাগুরার মহম্মদপুরে পুরস্কার বিতরণ ও উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে মহম্মদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, ইউআরসি ইন্সপেক্টর স্বপন কুমার ভৌমিক, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান, প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম (মহম্মদপুর আরএসকে এইচ ইনস্টিটিউশন), রফিকুল ইসলাম (ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়), সমাজসেবক জিয়াউল হক বাচ্চু এবং বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেজবাউল হকসহ আরও অনেকে।

সভায় উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow