মহম্মদপুরে মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাগুরার মহম্মদপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান সাগর (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাগর নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সাইমানার-চর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে মহম্মদপুর-টু-মাগুরা সড়কে ফায়ার সার্ভিসের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাগর। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। শোকাবহ পরিবেশে স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। কেউ কেউ প্রিয়জনের নিথর দেহ দেখে সংজ্ঞা হারান বলেও জানান উপস্থিত লোকজন।
নিহতের পরিবার, স্ত্রী ও সন্তানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও শোক সামলানো তাদের জন্য কঠিন হয়ে পড়ে বলে স্থানীয়দের ভাষ্য।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ