আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদসহ ৩ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jan 7, 2026 - 16:52
 0  5
আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদসহ ৩ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নোয়াখালী সদর থানার সূর্য নারায়ণপুর গ্রামের রুবেল ইসলাম রাশেদ (২০), একই এলাকার নুর আলম (২৫) এবং শেরপুর সদর থানার আন্দারিয়া কামারপাড়া গ্রামের সোহাগ আহম্মেদ রাব্বি (২০)। তারা সবাই বর্তমানে গাজীপুরের গাছা থানা এলাকার বিভিন্ন স্থানে বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ কাজী কামাল মিয়া ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গত ৬ জানুয়ারি রাত ৮টা ১০ মিনিটে বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নং আসামি রুবেল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে ২ টি এবং ২ নং আসামি সোহাগ আহম্মেদ রাব্বির বিরুদ্ধে ৪ টি মাদক মামলা রয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা (মামলা নং-২৩) দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow