আশুলিয়ায় মদের কারখানায় ডিবি পুলিশের হানা: বিপুল পরিমাণ মদ ও তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩
ঢাকার আশুলিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল (জাওয়া) ও সরঞ্জামসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে (০০:৪৫ ঘটিকা) আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স।
অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫২০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ এবং ৫২০ লিটার জাওয়া মদ (মদ তৈরির প্রাথমিক উপকরণ) উদ্ধার করা হয়। এছাড়া মদ তৈরিতে ব্যবহৃত ২টি গ্যাসের চুলা, ৫টি বড় সিলভারের পাতিল ও ৫০টি সাদা পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-
১। করুন বিকাশ চাকমা (২০), পিতা- রূপেন চাকমা, সাং- ধামাইপাড়া, থানা- জোড়াছড়ি, জেলা- রাঙ্গামাটি। (বর্তমান ঠিকানা: পল্লীবিদ্যুৎ, আশুলিয়া)।
২। সোহেল মিয়া (৩২), পিতা- মৃত মোবারক মিয়া, সাং- বদুরপুর, থানা- মতলব, জেলা- চাঁদপুর। (বর্তমান ঠিকানা: গাজীরচট আলিয়া মাদ্রাসা সংলগ্ন মোফাজ্জল মিয়ার বাড়ির ভাড়াটিয়া)।
৩। বাদল ভূঁইয়া (৬১), পিতা- মৃত হাজী তোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাং- গাজীরচট, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে গোপনে মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ