ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই বেকারিকে জরিমানা

শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Dec 22, 2025 - 18:25
 0  2
ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই বেকারিকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, অনুমোদনহীন রং ও কেমিক্যাল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুইটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরকান্দা উপজেলার লস্করদিয়া বাজার ও তালমা বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লস্করদিয়া বাজারের ঢাকা বেকারির মালিক মো. মনির হোসেনকে ৩০ হাজার টাকা এবং তালমা বাজারের বিসমিল্লাহ বেকারির মালিক মো. রিপনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আজমল ফুয়াদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন,  “নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ নগরকান্দার দুটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কারখানা দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, অনুমোদনহীন ও নিষিদ্ধ ঘন চিনি, হাইড্রোজসহ বিভিন্ন কেমিক্যাল ও রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।”

তিনি আরও জানান, এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠান দুটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow