ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন: বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নানের মনোনয়নপত্র সংগ্রহ

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Dec 22, 2025 - 19:33
 0  3
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন: বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নানের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

সোমবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়।

এ সময় অ্যাডভোকেট এম এ মান্নানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শুক্কুর খানসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহের পর উপস্থিত নেতাকর্মীরা জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে অ্যাডভোকেট এম এ মান্নান নবীনগরে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে এবং সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকতে নিরলস কাজ করেছেন। তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কথা বিবেচনা করেই দল তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

নেতাকর্মীরা আরও বলেন, নবীনগরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এম এ মান্নানের মতো অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন। এসময় তারা এলাকার সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow