টাকার অভাবে কিডনি রোগে ভুগছেন মোঃ পলাশ মিয়া, মানবিক সাহায্যের আবেদন

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
May 14, 2025 - 23:34
 0  2
টাকার অভাবে কিডনি রোগে ভুগছেন মোঃ পলাশ মিয়া, মানবিক সাহায্যের আবেদন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের মোঃ আবুল মিয়ার ছোট ছেলে মোঃ পলাশ মিয়া কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা হীনতায় ভুগছেন। তিন মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন। ইতোমধ্যে নিজের সব সঞ্চয় এবং মানুষের সহায়তায় চিকিৎসা চালিয়ে আসলেও বর্তমানে তা বন্ধ হয়ে গেছে।

মোঃ পলাশ মিয়া ছিলেন পেশায় একজন অটোরিকশা চালক। তার অসুস্থতার পর থেকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মহীন হয়ে পড়েছেন। ছয় সন্তানের মধ্যে পলাশ মিয়া পরিবারের সবচেয়ে ছোট সন্তান। বর্তমানে তার বাবা মোঃ আবুল মিয়া চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।

আবুল মিয়া বলেন, “আমার ছোট ছেলে সংসারের খুঁটি ছিল। সে অসুস্থ হওয়ার পর থেকে আমরা চরম দুর্দশায় পড়েছি। না পারছি ছেলেকে চিকিৎসা করাতে, না পারছি পরিবারের জন্য দুবেলা খাবার জোগাতে।”

চিকিৎসকরা জানিয়েছেন, মোঃ পলাশ মিয়াকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু এর জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা। যা সংগ্রহ করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

দেশ ও প্রবাসে বসবাসরত সকল হৃদয়বান মানুষের প্রতি অনুরোধ, মোঃ পলাশ মিয়ার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সহানুভূতির হাত পেলে একটি পরিবারের শেষ আশাটুকু টিকে থাকতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow