নগরকান্দায় শামা ওবায়েদের জন্মদিন উদযাপন
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর ৫৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে নগরকান্দায়।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় পৌর বিএনপির উদ্যোগে জুঙ্গুরদি বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, কায়েস মুন্সি, রমিজুল হক, আজাদ মাতুব্বর, সাইফুল ইসলাম, সুমন মাতুব্বর, হাসান মুন্সি, পৌর উলামা দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল হোসেনসহ আরও অনেকে।
নেতাকর্মীরা শামা ওবায়েদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমে তার অবদানের প্রশংসা করেন।
What's Your Reaction?






