আছিমে টিসিবি’র ডিলার ২৮৩ কার্ডের পণ্য বিক্রি করে দেওয়ার অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় তানভীর এন্টারপ্রাইজের ডিলার হাসমত মিয়া কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ২৮৩টি কার্ডের টিসিবি পণ্য কালোবাজারিতে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সূত্রপাত ১ মে থেকে, যখন এপ্রিল মাসের জন্য বরাদ্দপ্রাপ্ত মোট ১,০৮৭টি টিসিবি কার্ডের মধ্যে মাত্র ৮০৪ জনের মাঝে পণ্য বিতরণ করা হয়। বাকি ২৮৩ কার্ডধারী পণ্য সংগ্রহে না আসায় তাদের বরাদ্দকৃত তেল, চিনি ও ডাল মজুদ থেকে যায়। অভিযোগ রয়েছে, ডিলার হাসমত মিয়া পরবর্তীতে সেই মালামাল কালোবাজারিদের কাছে বিক্রি করেন।
স্থানীয়রা জানান, বিষয়টি জানাজানি হলে ডিলার মাইকিং করে জানান, যারা পণ্য পাননি, তাদের পরবর্তীতে মাল দেওয়া হবে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, ওইসব কার্ডধারীদের কার্ড সংগ্রহ করে ‘বিতরণ সম্পন্ন’ দেখিয়ে পরবর্তী মাসের আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ডিলার হাসমত মিয়া বলেন, “বিতরণ শেষে ২৮৩ জনের মাল অবশিষ্ট ছিল। চেয়ারম্যানের নির্দেশে তা উপস্থিত লোকদের মাঝে বিক্রি করি। আমি বুঝতে পারিনি সমস্যা হবে। কাগজপত্রে বিতরণ সম্পন্ন দেখানো হয়েছে।”
ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল কায়েস জানান, “ডিলার আমাকে বিষয়টি অবহিত করেননি। তারা ইচ্ছেমতো মাল বিতরণ করেছেন। অনিয়ম হয়ে থাকলে উপযুক্ত বিচার চাই।”
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম জানান, তিনি অভিযোগের বিষয়ে খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
What's Your Reaction?






